International

2 weeks ago

Russia's missile attack on Ukraine: ইউক্রেনের পাওয়ার গ্রিডে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

Russia's missile attack on Ukraine
Russia's missile attack on Ukraine

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইউক্রেনের পাওয়ার গ্রিডে হামলা চালাল রাশিয়ার ২১০টি ক্ষেপণাস্ত্র, ড্রোন। আগস্টের পর ইউক্রেনে এটাই রাশিয়ার বড় ক্ষেপণাস্ত্র হামলা। রাজধানী কিয়েভ সহ একাধিক শহরের পাওয়ার গ্রিডে রাশিয়ার তরফে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর জেরে বিদ্যুৎ বণ্টনের পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। কিয়েভের বহু এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন।

জানা গেছে, এদিন সকালে কিয়েভ ও আশপাশের শহরে বিস্ফোরণের শব্দ শোনা যায়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক বিবৃতিতে বলেছেন, ‘বিদ্যুৎ পরিকাঠামোয় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ১২০টি ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি ৯০টি ড্রোন থেকে হামলা চালিয়েছে তারা।’ অন্যদিকে, শনিবার রাতে দক্ষিণের মাইকোলাইভে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন।ইউক্রেনের বিদ্যুৎমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো ফেসবুকে লিখেছেন, ‘শত্রুরা ইউক্রেনজুড়ে বিদ্যুৎ উৎপাদন ও ট্রান্সমিশন কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে।’

You might also like!