কাঠমান্ডু, ২০ মার্চ : নতুন ও তৃতীয় উপ-রাষ্ট্রপতি পাহাড়ি দেশ নেপাল। সোমবার নেপালের উপ-রাষ্ট্রপতি হিসেবে শপথবাক্য পাঠ করেছেন রাম সহায় প্রসাদ যাদব। রাষ্ট্রপতি প্যালেসে শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নেপালের তৃতীয় উপ-রাষ্ট্রপতি হলেন রাম সহায় প্রসাদ যাদব। রাষ্ট্রপতির কার্যালয়ের শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে নেপালের রাষ্ট্রপতি রাম চন্দ্র পাউডেল ৫২ বছর বয়সী যাদবকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান।
গত শনিবার নেপালের উপ-রাষ্ট্রপতি নির্বাচিত হন রাম সহায়, তিনি ৩০,৩২৮টি ভোট পান, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অষ্ট লক্ষ্মী শাক্য ১৬,৩৩২৮টি ভোট পেয়েছেন। রাম সহায় ৫৮.০২ শতাংশ ভোট পান, যেখানে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শাক্য ৩১.২৩ শতাংশ ভোট পেয়েছেন।