International

8 months ago

Rajnath singh met Japan PM Kishida : কিশিদার সঙ্গে সাক্ষাৎ রাজনাথের, ভারত-জাপান অংশীদারিত্ব নিয়ে উভয়ের আলোচনা

Rajnath singh met Japan PM Kishida
Rajnath singh met Japan PM Kishida

 

টোকিও, ৯ সেপ্টেম্বর : জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার টোকিও-তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের প্রয়াণে শোকব্যক্ত করেছেন রাজনাথ সিং।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করে জানিয়েছেন, "টোকিও-তে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দেখা করে আনন্দিত। প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের দুঃখজনক মৃত্যুতে আমার আন্তরিক সমবেদনা জানিয়েছি। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারত-জাপান অংশীদারিত্ব একটি সংজ্ঞায়িত ভূমিকা পালন করবে।" রাজনাথ ও কিশিদার মধ্যে বৈঠকের সময় উপস্থিত ছিলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করও।


You might also like!