International

11 months ago

Ruchira Kamboz: আফগান নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদান ভারতের অগ্রাধিকার : রুচিরা কম্বোজ

Ruchira Kamboj (File Picture)
Ruchira Kamboj (File Picture)

 

নিউইয়র্ক, ২৭ সেপ্টেম্বর: আফগানিস্তানের নাগরিকদের জন্য মানবিক সহায়তা প্রদান ভারতের তাৎক্ষণিক ও সাধারণ অগ্রাধিকার। রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে আফগানিস্তান সম্পর্কে বললেন রাষ্ট্রসঙ্ঘে ভারতের স্থায়ী প্রতিনিধি রুচিরা কম্বোজ। ভারতীয় সময় অনুযায়ী বুধবার সকালে তিনি বলেছেন, "আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা এবং মানবিক সহায়তার জন্য ভারতের প্রচেষ্টারত।"

রুচিরা কম্বোজ আরও বলেছেন, "আফগানিস্তান সংলগ্ন প্রতিবেশী এবং সে দেশের জনগণের বন্ধু হিসেবে, শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ভারতের সরাসরি অংশীদারিত্বে রয়েছে৷ আমাদের সাধারণ এবং তাৎক্ষণিক অগ্রাধিকারগুলির মধ্যে রয়েছে আফগান জনগণের জন্য মানবিক সহায়তা প্রদান, একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার কাঠামো গঠন৷ সন্ত্রাসবাদ ও মাদক পাচার এবং নারী, শিশু ও সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ।"

You might also like!