International

3 weeks ago

'No Kings' protests: ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ লন্ডন, আমেরিকায়

Protesters rally in London against US President Trump
Protesters rally in London against US President Trump

 

নিউ ইয়র্ক, ১৯ অক্টোবর: লন্ডনে আমেরিকার দূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন শতাধিক সাধারণ মানুষ। হাতে নো কিংস লেখা পোস্টার। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধেই এই প্রতিবাদ। আমেরিকা জুড়েও বিক্ষোভের আয়োজন করেন আন্দোলনকারীরা। স্থানীয় সময়, শনিবার নিউ ইয়র্ক সিটির আইকনিক টাইমস স্কোয়ারে সমাবেশ শুরু হয়। কিছুক্ষণেই হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত হন। রাস্তা এবং মেট্রো রেলের প্রবেশপথগুলিতে 'রাজতন্ত্র নয় গণতন্ত্র' এবং 'সংবিধান ঐচ্ছিক নয়' স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভকারীরা ভিড় জমান।

ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন, শিক্ষা এবং নিরাপত্তা নীতির বিরুদ্ধে এই ক্ষোভের প্রকাশ। বিক্ষোভকারীদের বক্তব্য, দ্বিতীয়বার ক্ষমতায় বসার পর থেকে, ট্রাম্প অভিবাসন দমন অভিযান, বিশ্ববিদ্যালয়গুলির জন্য ফেডারেল তহবিল হ্রাস করার হুমকি এবং বেশ কয়েকটি রাজ্যে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছেন। এই কয়েকটি ছাড়াও ট্রাম্পের আরও একাধিক সিদ্ধান্তে তিতিবিরক্ত সেখানকার বাসিন্দারা। তাঁদের দাবি, ট্রাম্প স্বৈরাচারী শাসন চালাচ্ছেন, আর ওই ব্যবস্থার বিরুদ্ধেই মূলত প্রতিবাদ। নিজেদের জমায়েত, ক্ষোভ উগরে দেওয়া প্রসঙ্গে তাঁরা জানিয়েছেন, 'নো কিংস' আন্দোলনের মূল নীতি হল অহিংসা। বিক্ষোভের আগে, ট্রাম্পের সহযোগীরা বিক্ষোভকারীদের উপর চরম বামপন্থী অ্যান্টিফা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছিলেন এবং এই জমায়েতকে আমেরিকার ঘৃণা সমাবেশ বলেও উল্লেখ করেছিলেন।

You might also like!