International 6 months ago

Mexico : পশ্চিম মেক্সিকোতে ৭.৭ তীব্রতার ভূমিকম্প; মৃত্যু দু'জনের, ক্ষতিগ্রস্ত অনেক বহুতল

Earthquake in Maxico

 

মেক্সিকো সিটি, ২০ সেপ্টেম্বর : শক্তিশালী তীব্রতার ভূমিকম্পে কেঁপে পশ্চিম মেক্সিকো। স্থানীয় সময় অনুযায়ী সোমবার (১৯ সেপ্টেম্বর) অনুভূত হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৭। ভূমিকম্পের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে বহুতল, ভূমিকম্পে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে দু'জনের। বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ চলে যায়, আতঙ্কে ও প্রাণভয়ে বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ান অসংখ্য মানুষ।

প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডোর টুইটারে জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় রাজ্য কোলিমার মানজানিলোতে একটি শপিং সেন্টারে ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। মেক্সিকো সিটিতে কোনও বড়সড় ক্ষতি হয়নি। পরে সরকারি ভাবে জানানো হয়, ভূমিকম্পে দু'জনের মৃত্যু হয়েছে। ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, ভূমিকম্পের উৎসস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পশ্চিমে এবং মিচোয়াকান রাজ্যের কোলকোম্যানের ৫৯ কিলোমিটার দক্ষিণে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের কাছে। ভূপৃষ্ঠের মাত্র ১৫ কিলোমিটার গভীরতায় ছিল উপকেন্দ্র।


You might also like!