International

1 year ago

Powerful earthquake felt in China : শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দক্ষিণ-পশ্চিম চিন, সিচুয়ানে কম্পনের তীব্রতা ৬.৮

Powerful earthquake felt in China
Powerful earthquake felt in China

 

বেজিং, ৫ সেপ্টেম্বর : শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ান প্রদেশ। সোমবার সিচুয়ান প্রদেশে ৬.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত বেশি থাকা সত্ত্বেও ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। চিনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের পক্ষ থেকে জানানো হয়াছে, স্থানীয় সময় দুপুর ১২.২৫ মিনিটে অনুভূত ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ২৯.৫৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ১০২.০৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, ভূপৃষ্ঠের ১৬ কিলোমিটার গভীরতায়।

ভূমিকম্পের উপকেন্দ্র ছিল লুডিং কাউন্টি থেকে ৩৯ কিলোমিটার দূরে এবং উৎসস্থলের চারপাশে ৫-কিমি পরিসরের মধ্যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে। কম্পন অনুভূত হয়েছিল সিচুয়ানের রাজধানী চেংদুতে, যা ভূমিকম্পের কেন্দ্র থেকে ২২৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের তীব্রতায় বহু ঘর-বাড়ি কেঁপে ওঠে। তবে, কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

You might also like!