International

3 months ago

Population Housing China's 'Hangzhou Regent International':বিশ্বের বৃহত্তম ও জনবহুল আবাসন চিনের 'হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল'

Population Housing China's 'Hangzhou Regent International'
Population Housing China's 'Hangzhou Regent International'

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  বহুদিন থেকেই গবেষণা চলছিল পৃথিবীর বৃহত্তম আবাসন কোনটি ও কোন আবাসনে সবচেয়ে বেশি মানুষের বসবাস। শেষ পর্যন্ত গবেষণার ফল প্রকাশ হয়েছে। এই শিরোপা পেয়েছে 

চিনের 'হ্যাংঝো রিজেন্ট ইন্টারন্যাশনাল'। বিশাল বড় ঝাঁ-চকচকে ইমারত। দূর থেকে দেখলে নজরে পড়ে শুধু জানলা আর বারান্দা। সুবিশাল সেই ইমারতের বারান্দাগুলি থেকে ঝোলে জামাকাপড়, ছোট গাছের টব। সেই ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমে ঝড় তুলেছে।

দাবি করা হচ্ছে, এই বাসভবনে নাকি একসঙ্গে ৩০ হাজার মানুষ বসবাস করেন। এ-ও দাবি করা হয়েছে, এটিই নাকি বিশ্বের সবচেয়ে জনবহুল বাসভবন। এটি অবস্থিত  চিনের হ্যাংঝো শহরে। 

  বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, প্রাথমিক ভাবে হ্যাংঝোয় আবাসনের পরিবর্তে একটি বিলাসবহুল হোটেল তৈরির পরিকল্পনা হয়েছিল। তবে পরবর্তী কালে নির্মাতাদের সিদ্ধান্তে বদল আসে। হোটেলের পরিবর্তে একটি বাসভবনে পরিণত করা হয় পুরো ইমারতকে। হোটেলের বদলে বাসভবন তৈরির পরিকল্পনার পর ওই ইমারতের অভ্যন্তরীণ নকশাও বদলে ফেলা হয়। ছোট ছোট অসংখ্য কক্ষ তৈরি হয় আবাসনের প্রতিটি তলায়।

যদিও জানা যায়, পৃথিবীর সব থেকে উঁচু বাসভবন আমেরিকার সেন্ট্রাল পার্ক টাওয়ার।

You might also like!