International

5 days ago

PM welcome in singapore parliament : সিঙ্গাপুরের সংসদে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, দুই দেশের মধ্যে মউ স্বাক্ষরিত

PM in singapore parliament (symbolic picture)
PM in singapore parliament (symbolic picture)

 

সিঙ্গাপুর, ৫ সেপ্টেম্বর : সিঙ্গাপুরের সংসদ ভবনে উষ্ণ অভ্যর্থনা জানানো হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং বৃহস্পতিবার সকালের সিঙ্গাপুরের সংসদ ভবনে একে অপরের দেশের মন্ত্রী ও প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। পরে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে মউ স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং-এর উপস্থিতিতে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য ও চিকিৎসা, শিক্ষাগত সহযোগিতা ও দক্ষতা উন্নয়ন এবং ভারত-সিঙ্গাপুর সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম অংশীদারিত্বের ক্ষেত্রে ভারত ও সিঙ্গাপুরের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

You might also like!