International

1 month ago

Brazil:যাত্রিবাহী বিমান ভেঙে পড়ল ব্রাজিলের জনবহুল এলাকায়, মৃত্যু কমপক্ষে ৬২ জনের

Passenger plane crashes in populated area of ​​Brazil
Passenger plane crashes in populated area of ​​Brazil

 

সাও পাওলো, ১০ আগস্ট : ব্রাজিলের সাও পাওলোতে জনবসতিপূর্ণ এলাকায় ভেঙে পড়ল একটি যাত্রিবাহী বিমান। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটেছে। ওই বিমানে ৫৮ জন যাত্রী ছিলেন। এ ছাড়াও পাইলট-সহ চার জন বিমানকর্মী ছিলেন বিমানে। বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়েছে।

শুক্রবার ৫৮ জন যাত্রীকে নিয়ে সাও পাওলোয় গুয়ারুলহোসের দিকে যাচ্ছিল এটিআর-৭২ বিমানটি। ভোয়েপাস সংস্থার বিমানটি কাসকেভেল থেকে সাও পাওলোতে যাচ্ছিল। সেই সময়ই দুর্ঘটনাটি ঘটেছে। ভিনহেডো শহরের জনবহুল এলাকায় বিমানটি ভেঙে পড়েছে। ভেঙে পড়ার সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। বিমানে থাকা ৬২ জনেরই মৃত্যু হয়।

You might also like!