International

3 weeks ago

Obama supports kamala haris : কমলাকে সমর্থন ওবামার, ট্রাম্পের বিভাজনকারী রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান

Obama and kamala haris (symbolic picture)
Obama and kamala haris (symbolic picture)

 

ওয়াশিংটন, ২১ আগস্ট : কমলা হ্যারিসকে সমর্থনের কথা জানালেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। একইসঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বিভাজনকারী রাজনীতি প্রত্যাখ্যান করার আহ্বান জানালেন ওবামা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জন্য আমরা প্রস্তুত।

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার ভোররাতে ডেমোক্রেটিক কনভেনশনে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, "আমাদের কাছে এমন একজনকে নির্বাচিত করার সুযোগ রয়েছে, যিনি নিজের সমগ্র জীবন মানুষকে একই সুযোগ দেওয়ার চেষ্টা করেছেন, যা আমেরিকা তাঁকে দিয়েছে...আমেরিকার পরবর্তী রাষ্ট্রপতি কমলা হ্যারিস। ১৬ বছর হয়ে গিয়েছে, যখন আমি রাষ্ট্রপতির জন্য এই দলের মনোনয়ন গ্রহণ করার সম্মান পেয়েছি। আমি জো বাইডেনকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার পাশে থাকার জন্য বলছি...একজন অসামান্য রাষ্ট্রপতি হিসেবে জো বাইডেনকে মনে রাখবে ইতিহাস, যিনি মহা বিপদের মুহূর্তে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন। আমি তাঁকে আমার রাষ্ট্রপতি বলতে পেরে গর্বিত এবং এমনকি তাঁকে আমার বন্ধু বলেও গর্বিত।

You might also like!