International 5 months ago

নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক জয়শঙ্করের, ভিসা ইস্যু-সহ নানা বিষয়ে মতবিনিময়

S Jayshankar met FM on Newzeland

 


অকল্যান্ড, ৬ অক্টোবর : নিউজিল্যান্ডের অকল্যান্ডে সে দেশের বিদেশমন্ত্রী নানাইয়া মাহুতার সঙ্গে বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী। বৈঠকে ভিসা ইস্যু-সহ নানা বিষয়ে মতবিনিময় করেছেন ভারত ও নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রী। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর বৃহস্পতিবার সকাল ৮.০৮ মিনিট নাগাদ টুইট করে জানিয়েছেন, নিউজিল্যান্ডের বিদেশমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছেন। ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল দু'টি সমাজ আরও সমসাময়িক সম্পর্ক গড়ে তুলতে চাইছে।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এদিন একাধিক টুইট করে আরও জানিয়েছেন, ইন্দো-প্যাসিফিক এবং ইউক্রেন সংঘাতের মতো আন্তর্জাতিক উদ্বেগের বিষয়ে মতামত বিনিময় হয়েছে। রাষ্ট্রপুঞ্জ ও কমনওয়েলথ-সহ বহুপাক্ষিক ফোরামে আমাদের একসঙ্গে করার ওপর জোর দেওয়া হয়েছে। এস জয়শঙ্কর টুইটে জানিয়েছেন, কোভিডের দ্বারা প্রভাবিত ভারতীয় ছাত্রদের ইস্যুটি উত্থাপন করা হয়েছে। যারা এখন নিউজিল্যান্ডে অধ্যয়ন করতে ইচ্ছুক তাঁদের দ্রুত ভিসা প্রক্রিয়াকরণের আহ্বান জানানো হয়েছে।


You might also like!