International

9 months ago

Liz Truss is new prime minister in Great Britain : ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী লিজ ট্রাস, পরাজিত ঋষি সুনক

next new prime minister in great britain
next new prime minister in great britain

 

লন্ডন, ৫ সেপ্টেম্বর  : প্রত্যাশা মতোই ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন লিজ ট্রাস। হাড্ডাহাড্ডি লড়াইয়ে ঋষি সুনককে হারিয়ে ১০ ডাউনিং স্ট্রিটই হতে চলেছে ট্রাসের পরবর্তী ঠিকানা। ২০ হাজারেরও বেশি ভোটে জিতেছেন তিনি। মোট বৈধ ভোটের মধ্যে লিজ পেয়েছেন ৮১ হাজার ৩২৬টি ভোট। সুনক ৬০ হাজার ৩৯৯টি।

এই ভোটে অবশ্য ব্রিটিশ আম নাগরিকেরা অংশ নিতে পারেননি। সে দেশের শাসক দল কনজারভেটিভ পার্টির ১ লক্ষ ৬০ হাজার সদস্য ভোট দিয়ে ‘বিশেষ পরিস্থিতিতে’ লিজকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসনের উত্তরসূরি হিসেবে। রবিবার থেকেই অনলাইন আর ব্যালটে দেওয়া ভোটের গণনা শুরু হয়েছিল কনজারভেটিভ ক্যাম্পেন হেডকোয়াটার্স (সিসিএইচকিউ)-এ। ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার স্যর গ্রাহাম ব্র্যাডি। জানানো হয়, মঙ্গলবার ব্রিটেনের তৃতীয় মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন লিজ।

You might also like!