International

9 months ago

More than 1 thousand people died in Pakistan : একনাগাড়ে বৃষ্টিতে বিধ্বস্ত পাকিস্তান; বন্যায় এক-হাজারের বেশি মৃত্যু, আহত ১,৪৫০ জন

More than 1 thousand people died in Pakistan
More than 1 thousand people died in Pakistan

 

ইসলামাবাদ, ২৭ আগস্ট : অবিশ্রান্ত বৃষ্টি, সেই বর্ষণের জেরে বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। এ বছর এখন পর্যন্ত পাকিস্তানে বন্যার মারা গিয়েছেন ১-হাজারের বেশি মানুষ। মৃতদের মধ্যে সাড়ে তিনশোরও বেশি শিশু। ইতিমধ্যেই পাকিস্তানে জরুরি অবস্থা ঘোষিত হয়েছে। বন্যায় প্রভাবিত ৫.৭ মিলিয়নের বেশি মানুষ। শনিবার সকালে পাক সরকারের পক্ষ থেকে জানা গিয়েছে, পাকিস্তানে এখনও পর্যন্ত বৃষ্টি ও বন্যায় ১-হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১ হাজার ৪৫০। ৮,০২,৫৮৩টি গবাদি পশুর মৃত্যু হয়েছে এবং দেশজুড়ে ৪ লক্ষ ৯৮ হাজার ৮৩৩টি ত্রাণ শিবির খোলা হয়েছে। গত ১৪ জুন থেকে পাকিস্তানে বৃষ্টি শুরু হয়েছে, সেই বৃষ্টি আর থামছেই না। তার জেরে বিভিন্ন জেলায় বন্যা দেখা দিয়েছে। হড়পা বানে ক্ষতিগ্রস্ত দেশের দক্ষিণের বহু জেলা। সিন্ধ প্রদেশের ২৩টি জেলা জলমগ্ন। বন্যার জেরে সব থেকে বেশি মৃত্যু হয়েছে সিন্ধ প্রদেশে। পাকিস্তানজুড়ে বন্যা দুর্গতদের সহায়তা প্রদান করেছে সংযুক্ত আরব আমিরশাহী। তিন কোটির বেশি পাকিস্তানবাসী এখন ঘরছাড়া। হাজার হাজার মানুষ খেতে পাচ্ছেন না।

You might also like!