International

1 month ago

External Affairs Ministry Spokesperson Randhir Jaiswal:বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন, নজর রাখছে ভারত: বিদেশমন্ত্রকের মুখপাত্র

External Affairs Ministry Spokesperson Randhir Jaiswal
External Affairs Ministry Spokesperson Randhir Jaiswal

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে এমনই জানালেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। জয়সওয়াল এদিন বলেন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি নিয়ে নজর রাখছে ভারত। তিনি এও বলেন, বাংলাদেশে যাতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোনও হামলার ঘটনা না ঘটে, তার জন্য একাধিক গোষ্ঠী, সংগঠন এগিয়ে আসছে। এই উদ্যোগ প্রশংসনীয়।

পাশাপাশি বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ নিয়ে এদিন তিনি বলেন, জানা যাচ্ছে যে, আজ সন্ধ্যায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। নির্দিষ্ট সঠিক সময় জানি না, তবে আটটার দিকে হতে পারে। এও বলেন, কূটনীতিকদের আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের হাইকমিশনার অংশ নিতে পারেন এতে।


You might also like!