নাইরোবি, ১৭ জানুয়ারি : কেনিয়ার উপ-রাষ্ট্রপতি রিগাথি গাচাগুয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। দুই নেতার মধ্যে ভারতের জি-২০ সভাপতিত্ব, সন্ত্রাসবাদ-সহ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয় মতবিনিময় হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা এই মুহূর্তে কেনিয়ায় রয়েছেন।
সোমবার রাতে টুইট করে লোকসভার স্পিকার ওম।বিড়লা জানিয়েছেন, কেনিয়ার উপ-রাষ্ট্রপতি রিগাথি গাচাগুয়ার সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। প্রাচীনকাল থেকে ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উপভোগ করছে ভারত ও কেনিয়া। আমরা শুধুমাত্র সামুদ্রিক প্রতিবেশীই নই, আমরা ঔপনিবেশিক বিরোধী সংগ্রামের অভিন্ন ঐতিহ্য এবং সন্ত্রাসবাদের অভিন্ন দৃষ্টিভঙ্গি ভাগ করি।