নয়াদিল্লি, ৩ অক্টোবর : ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হচ্ছে অষ্টম জি ২০ সংসদীয় স্পিকার্স সম্মেলন। ৬-৭ অক্টোবর চলবে এই সম্মেলনে, জাকার্তায় অষ্টম জি ২০ সংসদীয় স্পিকার্স সম্মেলনে অংশ নেবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ও রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ। জাকার্তায় ভারতীয় প্রতিনিধিদলকে নেতৃত্ব দেবেন ওম বিড়লা।
সরকারি সূত্রের খবর, জি-২০ সংসদীয় স্পিকারদের অষ্টমতম শীর্ষ সম্মেলন ইন্দোনেশিয়ার জাকার্তায় ৬-৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। ওম বিড়লা, হরিবংশ এবং রাজ্যসভার মহাসচিব পিসি মোদী এবং অন্যান্য কর্মকর্তারা ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের অংশ হিসেবে শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।