International 5 months ago

S Jaysankar : নিউইয়র্কে তুর্কি প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ জয়শঙ্করের, ইউক্রেন-সহ বিভিন্ন বিষয়ে উভয়ের মধ্যে কথা

S Jaysankar

 

নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর : নিউইয়র্কে তুর্কি প্রতিপক্ষের সঙ্গে সাক্ষাৎ করলেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের ফাঁকে উভয়ে মিলিত হন। এই সাক্ষাৎকারের বিষয়ে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর টুইট করে জানিয়েছেন, ইউক্রেন সংঘাত, খাদ্য নিরাপত্তা, জি-২০ প্রক্রিয়া, গ্লোবাল অর্ডার, এনএএম এবং সাইপ্রাস নিয়ে আমাদের মধ্যে বিস্তৃত আলোচনা হয়েছে।

ভারতীয় সময় অনুযায়ী, বুধবার সকাল ৫.৪৭ মিনিট নাগাদ টুইট করে এই সাক্ষাৎকারের বিষয়ে জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, ইউএনজিএ-র ফাঁকে তুর্কি প্রতিপক্ষ মেভলুত চাভুওলুর-এর সঙ্গে সাক্ষাৎ করেছি। আমাদের মধ্যে ইউক্রেন সংঘাত, খাদ্য নিরাপত্তা, জি-২০ প্রক্রিয়া, গ্লোবাল অর্ডার, এনএএম এবং সাইপ্রাস নিয়ে বিশদে আলোচনা হয়েছে।


You might also like!