International

6 months ago

Israel strikes UN school in Gaza:গাজায় জাতিসংঘের বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত ২৭

Israel strikes UN school in Gaza
Israel strikes UN school in Gaza

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার মধ্যাঞ্চলে জাতিসংঘ পরিচালিত একটি বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ২৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাসের গণমাধ্যম দপ্তর।

আজ বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, বিদ্যালয়টি ‘হামাসের প্রাঙ্গণ’ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।এ ঘটনায় একটি বিবৃতি দিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে বলা হয়েছে, নুসেইরাত এলাকায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত বিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো। হামলায় ‘বেশ কয়েকজন সন্ত্রাসীর’ প্রাণ গেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গাজায় জাতিসংঘ পরিচালিত ওই বিদ্যালয় উদ্বাস্তুদের আবাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল। হামাস নিয়ন্ত্রিত গাজার গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।

তবে হতাহতের বিষয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি। রয়টার্সের পক্ষ থেকেও এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।


You might also like!