International

1 year ago

Indo-Bhutan Gate : ২৩ সেপ্টেম্বর থেকে ভারতীয় পর্যটকদের জন্য খুলছে ইন্দো-ভুটান গেট

Indo-Bhutan Gate
Indo-Bhutan Gate

 

জয়গাঁ, ১৯ সেপ্টেম্বর : ভারতীয় পর্যটকদের জন্য সেপ্টেম্বর থেকে খুলছে ফুন্টশোলিংয়ের ইন্দো-ভুটান গেট। তবে পর্যটকদের মনতে হবে বেশ কিছু নিয়ম।

ভুটান সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভারতীয় পর্যটকদের ভুটানে প্রবেশের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে যাঁরা ছয় মাসের মেয়াদ থাকবে এমন বৈধ পাসপোর্ট অথবা ভোটার কার্ড নিতে বলা হয়েছে। ১৮ বছরের নীচে যাদের পাসপোর্ট নেই তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট নেওয়ার কথা বলা হয়েছে। সড়কপথে ভুটানে প্রবেশ করতে হলে এন্ট্রি পারমিট লাগবে, যা ফুন্টশোলিংয়ের রিজিওনাল ইমিগ্রেশন অফিসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তৈরি করা হবে। একইভাবে যাঁরা বিমানে সফর করবেন তাঁদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এক্ষেত্রে এন্ট্রি পারমিট তৈরি হবে পারো আন্তর্জাতিক বিমানবন্দরে। ভুটানের থিম্পু, পারো ছাড়া অন্য কোথাও যেতে হলে স্পেশাল এরিয়া পারমিট তৈরি করতে হবে ভারতীয়দের, যা থিম্পুর ইমিগ্রেশন দপ্তরে তৈরি হবে। জয়গাঁর ভুটানগেট খোলা থাকবে সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত। ভুটানের হোটেলে বুকিংয়ের জন্য এন্ট্রি পারমিট দেখাতে হবে। জয়গাঁ গেট হয়ে ফুন্টশোলিং শহরে ঢুকতে হলে এই টার্মিনাল ব্যবহার করতে হবে পর্যটকদের। এই টার্মিনালটির উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী ডঃ এল শেরিং। এই উপলক্ষ্যে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়েছিল।


You might also like!