International

1 year ago

কাশ্মীর সমস্যার সমাধানে ভারতকে উদ্যোগী হতে হবে, রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় পাক প্রধানমন্ত্রী

India should take initiatives to solve the Kashmir problem
India should take initiatives to solve the Kashmir problem

 

নিউইর্য়ক, ২৪ সেপ্টেম্বর : ভারত-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তি স্থাপনে ইচছাপ্রকাশ করল পাকিস্তান। শুক্রবার নিউইয়র্কে রাষ্ট্রপঞ্জের ৭৭তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, তাঁর দেশ ভারত-সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপন করতে চায়। তিনি আরও বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের মাধ্যমেই দুদেশের মধ্যে শান্তি বজায় থাকবে। যুদ্ধ কখনওই বিকল্প হতে পারে না। শাহবাজ জানান, শান্তির বজায় রাখতে ভারতকে অবশ্যই উপযুক্ত পরিবেশ তৈরির জন্য বিশ্বাসযোগ্য পদক্ষেপ করতে হবে। এ জন্য অধিকৃত কাশ্মীরে ২০১৯ সালে যে সমস্ত অবৈধ পদক্ষেপ করা হয়েছে, তা বাতিল করতে হবে নয়াদিল্লিকে। পাশাপাশি ওই এলাকার জনসংখ্যা পরিবর্তনের জন্য যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাও বন্ধ করে শান্তির পথে হাঁটতে হবে ভারতকে। তাঁর অভিযোগ, ভারত মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল কাশ্মীরকে একটি হিন্দু অঞ্চলে পরিণত করতে চাইছে। এর ফলেই কাশ্মীরিরা ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে মারা যাচ্ছে বা কারাগারে নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরও জানান, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা বাহিনীর সিদ্ধান্ত অনুযায়ী, পরিপূর্ণ আত্মনিয়ন্ত্রণাধিকার পাওয়া না পর্যন্ত কাশ্মীরিদের পাশেই থাকবে পাকিস্তান।

You might also like!