International 6 months ago

India mourns demise of Queen Elizabeth II : রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াণে রাষ্ট্রীয় শোক ভারতে, অর্ধনমিত জাতীয় পতাকা

India mourns demise of Queen Elizabeth II

 

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর : ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার দেশ জুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে। যেখানে জাতীয় পতাকা নিয়মিত উন্মোচিত হয়, সেই সব জায়গায় তা অর্ধনমিত রাখা হয়েছে এদিন। রবিবার কোনও সরকারি স্তরে বিনোদন মূলক কোনও অনুষ্ঠান হবে না। লালকেল্লা, রাষ্ট্রপতি ভবন-সহ অন্যত্র জাতীয় পতাকা এদিন অর্ধনমিত রাখা হয়।

ব্রিটেনে এক অধ্যায়ের অবসান হয়েছে। প্রয়াত হয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই রবিবার একদিনের রাষ্ট্রীয় শোক পালিত হয়েছে ভারতে। দেশের সমস্ত মন্ত্রক এবং সরকারি দফতর ও অফিসে ভারতীয় পতাকা অর্ধনমিত থাকে। এদিন কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশে পালিত হবে না। এদিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর দু’দিন পরে ব্রিটেনের রাজা হিসাবে আনুষ্ঠানিক ভাবে তৃতীয় চার্লসের নাম ঘোষিত হয়েছে। শনিবার একটি অনুষ্ঠানের মাধ্যমে ব্রিটেনের নতুন রাজা হিসাবে দ্বিতীয় এলিজাবেথের স্থলাভিষিক্ত হন তাঁর জ্যেষ্ঠপুত্র চার্লস।

You might also like!