International 5 months ago

কিউবায় আঘাত হেনে হারিকেন ইয়ান ধেয়ে যাচ্ছে ফ্লোরিডায়

Hurricane at Cuba

 

হাভানা, ২৭ সেপ্টেম্বর  : ক্যাটাগরি-২ হারিকেনে রূপ নিয়ে হারিকেন ইয়ান আঘাত হেনেছে কিউবায়। ঘূর্ণিঝড়টি বর্তমানে দেশটির পশ্চিম উপকূলে অবস্থান করছে। এর ফলে মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও প্রবল ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এলাকাটি থেকে ৫০ হাজার নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। কিউবার পশ্চিম উপকূলে আঘাত হানা হারিকেন ইয়ান ধেয়ে যাবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। বর্তমানে এটি ক্যাটাগরি-২ অবস্থানে আছে। ফ্লোরিডায় আঘাত হানার সময় এটি ক্যাটাগরি-৪ এ রূপান্তরিত হতে পারে। ঘূর্ণিঝড় ইয়ানের কারণে ব্যাপক ক্ষয়-ক্ষতির আশঙ্কা করছে কিউবায় কিউবার পিনার দেল রিও প্রদেশের কর্মকর্তারা।

কিউবার পিনার দেল রিও প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয়দের সরিয়ে নেওয়ার লক্ষ্যে ৫৫টি আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। জরুরি কর্মীরা কাজ শুরু করেছেন। কিউবার প্রধান তামাক-বর্ধক অঞ্চলে ফসল রক্ষার জন্যও জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিউবার ওপর দিয়ে যাওয়ার পর ঘূর্ণিঝড় ইয়ান আগামীকাল বুধবার ফ্লোরিডায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির ন্যাশনাল হারিকেন সেন্টার।

এর প্রভাবে মঙ্গলবার বিকেল থেকে ফ্লোরিডায় ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের কারণে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিতে পারে। ফলে সরিয়ে নেওয়া হতে পারে রাজ্যের কয়েক লাখ বাসিন্দাকে। এরই মধ্যে ফ্রোরিডায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাজ্য গভর্নর রন ডি স্যান্টিসও নিচু এলাকাসহ সবগুলো শহরে জরুরি অবস্থার ঘোষণা দিয়েছেন।


You might also like!