International

11 months ago

Mountaineer: শৃঙ্গজয়ের মাধ্যমেই অনুদান সংগ্রহ করছে সে! ছ’বছর বয়সেই ইউরোপের বারো শৃঙ্গজয় করেছে অস্কার

Oscar Baro (Symbolic Picture)
Oscar Baro (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ মাত্র ৬ বছর বয়সে ইউরোপের ১২টি শৃঙ্গ জয় করেছে এক খুদে। এই শৃঙ্গ জয়ের মধ্য দিয়েই অনুদান সংগ্রহ করেছে সে। তার ইচ্ছা, সব শিশু ছুটিতে বেড়াতে যাক। এই ছোট্ট খুদের নাম অস্কার বারো। ল্যাঙ্কাস্টারের বাসিন্দা অস্কার, ইংল্যান্ড এবং ওয়েলসের উচ্চতম শৃঙ্গ স্কাফেল পাইক এবং স্নোডনও জয় করেছে। ইতিমধ্যে ৩১ হাজার পাউন্ড অনুদান সংগ্রহ করেছে অস্কার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৩১ লক্ষ ৬৫ হাজারেরও বেশি। এই অনুদান ওই স্বেচ্ছাসেবী সংস্থার হাতে তুলে দিয়েছে সে, যাতে বাচ্চারা বেড়াতে যেতে পারে।

তবে এটাই অস্কারের লক্ষ্য নয়, সে চায় কম বয়সে এভারেস্ট জয় করতে। নিজের ইচ্ছার কথা জানিয়েছে বাবা ম্যাটকে। ম্যাট জানিয়েছেন, স্কুলে এডমন্ড হিলারির কথা পড়েছিল অস্কার। সেই হিলারিই অনুপ্রেরণা অস্কারের। পর্বতারোহণে অস্কারের সঙ্গী বেশির ভাগ সময় বাবা ম্যাট। কখনও মা কিম এবং দাদু মার্কও সঙ্গ দেন। কিমের বস ৩৭। মার্কের বয়স ৬৭ বছর। সব অভিযান যদিও সহজ হয় না, সে কথা নিজেই জানিয়েছে অস্কার। তার কাছে সব থেকে কঠিন মনে হয়েছে স্কটল্যান্ডের কেয়ার্ন গর্ম অভিযান। অস্কারের মতে, পুরু বরফের কারণেই অভিযান ছিল কঠিন। তা বলে থামতে চায় না খুদে। কারণ সব থেকে বড় লক্ষ্যপূরণই বাকি। সব থেকে কম বয়সে এভারেস্ট জয়ের কৃতিত্ব নিজের পকেটে পুরতে চায় সে।

You might also like!