নিউইয়র্ক, ২১ সেপ্টেম্বর: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর "এখন যুদ্ধের সময় নয়" কথা তুলে ধরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনে বিশ্বশান্তির পক্ষে সওয়াল করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার, রাষ্ট্রপুঞ্জের ৭৭ তম সাধারণ অধিবেশনের মঞ্চে বিশ্বনেতাদের সামনেই ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী মোদী যখন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে বলেন, এখন যুদ্ধের সময় নয়, যথার্থই বলেন।’’
রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশনের মঞ্চে শান্তির পক্ষে জোরদার সওয়াল করে ফরাসি প্রেসিডেন্ট বলেছেন, ‘‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিকই বলেছেন, এটা যুদ্ধের সময় নয়। এটা পশ্চিমের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সময় নয় বা পশ্চিমকে পূর্বের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ারও সময় নয়। এটা বস্তুত, প্রতিটি সার্বভৌম দেশের হাতে হাত ধরে বিভিন্ন বাধাবিপত্তি অতিক্রম করার সময়।’’
উল্লেখ্য, উজবেকিস্তানের সমরকন্দে ‘সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন’ (এসসিও) সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা হয়েছিল পুতিনের। সেখানেই পুতিনকে ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, এখন যুদ্ধের সময় নয়।