International

3 months ago

International News:পারস্য উপসাগরীয় চারটি ইসলামিক দেশের যৌথ বাহিনী গঠন - সহায়তায় চিন

Forming a joint force of four Islamic countries in the Persian Gulf - with the help of China
Forming a joint force of four Islamic countries in the Persian Gulf - with the help of China

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই পারস্য উপসাগরীয় অঞ্চলে চিন শক্তি বাড়ানোর চেষ্টায় আছে। এবার সেই সুযোগ কাজে লাগিয়ে দিতে চলেছে। ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ওমান মিলে একটি যৌথ নৌবাহিনী গঠন করবে বলে খবর বেরিয়েছে। আর এক্ষেত্রে পৃষ্ঠপোষকতা দেবে চীন। এই বাহিনী গঠনের লক্ষ্য হবে পারস্য উপসাগরের নিরাপত্তা জোরদার করা। ইরানের আধা সরকারি বার্তা ফার্স নিউজ এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে। তাছাড়া ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইলও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

 প্রতিবেদনে বলা হয়েছে, বিষয়টি নিয়ে এরই মধ্যে তেহরান, রিয়াদ ও আবু ধাবির সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে বেইজিং।

এর আগে গত মার্চ মাসে চীনের মধ্যস্থতায় দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটিয়ে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করে ইরান ও সৌদি আরব। ইতোমধ্যে উভয় দেশ নিজ নিজ দূতাবাস চালুরও ঘোষণা দিয়েছে।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের স্পর্শকাতর বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলো বেইজিংয়ের মধ্যস্থতা মেনে নিতে যে সম্মতি দিয়েছে, তার ফলে প্রমাণ হচ্ছে যে, এই অঞ্চলে আমেরিকার ক্ষয়িষ্ণু প্রভাবের বিপরীতে দিন দিন বাড়ছে চীনা প্রভাব।

You might also like!