দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পৃথিবীতে এমন কিছু সম্পর্ক থাকে যা খুব পবিত্র সম্পর্ক! যেমন বাবা-কন্যা,মা-পুত্র ঠিক তেমনি শাশুড়ি - জামাই এবং শ্বশুর-পুত্রবধূ। কিন্তু তেমন সম্পর্কের মধ্যে যখন কলঙ্ক প্রবেশ করে তখন তা হয় অফবিট নিউজ। পূত্রবধূর সঙ্গে শ্বশুরের পরকীয়া সম্পর্কেই যাবতীয় গোলমালের সূত্রপাত। ছেলের বউকে নিয়ে ছেলের বাইক চেপেই পালালেন প্রৌঢ়। এমন ঘটনায় থানায় অভিযোগ জানালেন নিরুপায় যুবক। রাজস্থানের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সকলেই বিস্মিত এই ঘটনায়। সকলেই বলছেন, এমন ঘটনা বিরল।
এমন ঘটনা ভারতীয় সংস্কৃতিতে বিরল। সূত্রে জানা যাচ্ছে, বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা পবন বৈরাগী। বাবা রমেশ বৈরাগীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। পবনের দাবি, বাবা তাঁর স্ত্রীকে নিয়ে পালিয়েছেন। এমনকী তাঁর বাইক চুরি করে পালিয়েছেন তিনি। বাবা রমেশের সঙ্গে নিজের স্ত্রীর পরকিয়া সম্পর্কের কথা স্বীকার করলেও পবনের দাবি, তাঁর স্ত্রী নির্দোষ। বাবাই বউকে উসকিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। কাজের জন্য তাঁকে বাড়ির বাইরে থাকতে হয় মাঝেমাঝে। আর সেই সুযোগে তার বাবা ক্রমাগত তার স্ত্রীকে উস্কে গেছে।
তিনি আরো বলেন, এই খবর পাওয়ার পরে তিনি তার স্ত্রীর সঙ্গে একাধিকবার কথা বলেছেন। পবনের ৬ মাস বয়সি এক সন্তান রয়েছে। এখন মা দাদুর সঙ্গে পালিয়ে যাওয়া শিশুটির দেখাশোনায় সমস্যা হচ্ছে, জানান অস্বস্তিতে পড়া যুবক। তিনি আরও অভিযোগ করেন, শুরুতে পুলিশ তাঁর অভিযোগকে গুরুত্ব দেয়নি মোটেই। যদিও সদর থানার এক আধিকারিক জানিয়েছেন, গুরুত্বের সঙ্গেই পবনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাইক-সহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বার করা হবে। পুলিশ তৎপরতার সঙ্গে চেষ্টা করছে ওদের খুঁজে বের করার।