International

3 weeks ago

Explosion near Supreme Court in Brazil: ব্রাজিলে সুপ্রিম কোর্টের কাছে বিস্ফোরণ; নিহত এক, তদন্তে পুলিশ

Explosion near Supreme Court in Brazil
Explosion near Supreme Court in Brazil

 

ব্রাসিলিয়া, ১৪ নভেম্বর : বিস্ফোরণে কেঁপে উঠল ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার থ্রি পাওয়ার্স প্লাজা এলাকা। স্থানীয় সময় অনুযায়ী, বুধবার দুপুরে ব্রাসিলিয়ায় সুপ্রিম কোর্টের কাছে ওই অঞ্চলে হঠাৎই দু’টি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এক জনের মৃত্যুর কথা জানিয়েছে ফেডারেল পুলিশ। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েক জন।

ঘটনার পরেই এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করা হয়। খালি করে ফেলা হয় আদালত চত্বর। অদূরের সচিবালয় এবং পার্লামেন্ট ভবন থেকে মন্ত্রী, সরকারি আধিকারিকদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।

You might also like!