লন্ডন, ২৮ আগস্ট : আগামী বুধবার রাজবধূ ডায়ানার ২৫-তম মৃত্যুবার্ষিকী। তার চারদিন আগে আটের দশকের যুবহৃদয় মুচড়ে দেওয়ার ব্রিটিশ রাজবধূর ব্যবহৃত একটি গাড়ি ৬ কোটি ৯২ লক্ষ ৫৫ হাজার টাকায় নিলামে বিক্রি হল। এই ব্ল্যাক ফোর্ড এসকর্ট গাড়িটির বিশেষত্ব ডায়ানা নিজের ডিজাইনে এটি তৈরি করিয়েছিলেন। সেই হিসেবে এই গাড়িটির আর জুড়িদার মডেল নেই।
৪০ হাজার কিমি পথচলা এই গাড়িতে করে রাজবধূ মাঝেমধ্যেই লন্ডনে দোকানবাজার করতে যেতেন। চালকের আসনে বসে পিছনে পিছনে রাজপুত্রকে রেখে গাড়ি চালাতে পছন্দ করতেন তিনি। পাশে থাকতেন রাজপরিবারের গোয়েন্দা অফিসার। শনিবার মধ্য ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের সিলভারস্টোনের নিলামে গাড়িটি বিক্রি হয়। কিনেছেন আলডার্লি এজের এক ক্রেতা। উত্তর ইংল্যান্ডের এই এলাকায় প্রিমিয়ার লিগের অনেক ধনী ফুটবলারের বাড়ি রয়েছে।