International

7 months ago

99 People died in Chiley: ভয়াবহ দাবানলে চিলিতে মৃত্যু বেড়ে ৯৯, ভস্মীভূত ১ হাজারেরও বেশি বাড়ি

Death toll rises to 99, more than 1,000 homes destroyed in deadly wildfires in Chile
Death toll rises to 99, more than 1,000 homes destroyed in deadly wildfires in Chile

 

সান্তিয়াগো, ৫ ফেব্রুয়ারি: বিধ্বংসী দাবানলে জ্বলছে চিলি, মধ্য চিলির শান্ত সৈকত শহর ভিনিয়া দেল মার। এখানকার বিখ্যাত মিউজিক ফেস্টিভ্যালের সময় ছাড়াও সারা বছরই পর্যটকের আনাগোনা লেগে থাকে। সম্প্রতি চিলির সেই শান্ত শহর জ্বলছে দাবানলে। চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। ধ্বংস হয়েছে প্রায় ১ হাজারেরও বেশি বাড়ি। বিগত বেশ কয়েকদিন ধরে জ্বলে ওঠা এই দাবানল বেশি হওয়ার কারণে জারি করা হয়েছে এমার্জেন্সী।

উপদ্রুত এলাকা থেকে সরানো হয়েছে মানুষজনকে। প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিকের পক্ষ থেকে সোমবার এবং মঙ্গলবার জাতীয় শোক দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভয়াবহ আগুনের সঙ্গে ঝুঝতে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে চিলির সরকারের তরফে। ২০২৩ সালে একইরকম ভাবে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছিল চিলিতে। সেসময় অগ্নিকান্ডের জেরে প্রাণ হারিয়েছিলেন ২২ জন মানুষ। ধ্বংসপ্রাপ্ত হয়েছিল ৪ লক্ষ হেক্টর জমি। গত ২-দিন ধরে দাবানল ছড়িয়েছে মধ্য চিলির ভালপারাইসো এলাকায়। সেই আগুন সর্বগ্রাসীর মতো ছড়িয়ে পড়ছে আশপাশের শহরগুলিতে। ইতিমধ্যে পুড়ে মৃত্যু হয়েছে ৯৯ জনের।

You might also like!