International

1 year ago

Concerns about Queen Elizabeth's health : রানি এলিজাবেথের স্বাস্থ্য নিয়ে শঙ্কা

Concerns about Queen Elizabeth's health
Concerns about Queen Elizabeth's health

 

লন্ডন, ৮ সেপ্টেম্বর  : ভাল নেই রানি দ্বিতীয় এলিজাবেথ । তার শারীরিক অবস্থা ভাল না থাকার কথা জানিয়ে বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিত দেয় । সেখানে বলা হয় স্কটল্যান্ডে চিকিৎসা তত্ত্বাবধানে আছেন ৯৬ বছরের রানি। রানির শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস । উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী লেবার পার্টিও ।

বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রিটেনের সবচেয়ে বেশি সময় ক্ষমতায় থাকা রানি দ্বিতীয় এলিজাবেথ স্কটল্যান্ডের বালমোরাল দুর্গে গ্রীষ্মকালীন ছুটি কাটাচ্ছেন। সেখানে তিনি ভালই ছিলেন। বৃহস্পতিবার সকালে রানির স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকরা উদ্বেগ জানান। ব্রিটিশ রানিকে তারা তত্ত্বাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। প্রিন্স চার্লস এবং দ্য ডাচেস অফ কর্নওয়াল ক্যামিলা বালমোরালে গেছেন। প্রিন্স উইলিয়াম শিগগিরই সেখানে পৌঁছাবেন।

প্রসঙ্গত, দুই দিন আগে মঙ্গলবার বালমোরাল দুর্গে কনজারভেটিভ নেতা লিজ ট্রাসকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেন রানি। প্রথা অনুযায়ী, বাকিংহ্যাম প্যালেস থেকে এই আয়োজন করা হলেও, রানির ৭০ বছরের শাসনামলে এবারই প্রথম স্কটল্যান্ড থেকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হয়। কারণ হিসেবে বলা হয়, হাঁটাচলায় সমস্যা দেখা দেয়ায়, ভ্রমণের ঝক্কি নিতে চাচ্ছেন না রানি।

রানি দ্বিতীয় এলিজাবেথের অসুস্থতার খবরে টুইটে নতুন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিজ ট্রাস লেখেন, ‘গোটা জাতি রানির শারীরিক অবস্থার খবরে উদ্বিগ্ন হবে। ‘আমি এবং ইংল্যান্ডের সব মানুষ মহামান্য রানি এবং তার পরিবারের পাশে আছি।’ এ খবরে বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার উদ্বেগ জানিয়ে দ্রুত রানির সুস্থতা কামনা করেছেন ।

You might also like!