International

1 year ago

International News: চিন এবার মাটির বুকে ৩২ হাজার ফুট গর্ত খুঁড়তে চলেছে - কিন্তু কেন?

By surprising the world science, China has started digging the biggest hole in the ground
By surprising the world science, China has started digging the biggest hole in the ground

 


  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বিশ্ব বিজ্ঞানকে অবাক করে দিয়ে চিন এবার মাটির বুকে বিশ্বের বৃহত্তম গর্ত খোঁড়া শুরু করেছে। একেবারে ৩২ হাজার ফুট! পৃথিবীর মাটিতে গভীরতম গর্ত খুঁড়তে চলেছে চিন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার তোড়জোড়। 

চিনের উত্তর-পশ্চিমে বিশাল অংশ জুড়ে শিনজিয়াং প্রদেশ। এই এলাকা খনিজ তেল সমৃদ্ধ। সেখানেই এই গভীর গর্ত খুঁড়তে শুরু করেছে বেজিং। 

মঙ্গলবার শিনজিয়াঙে গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে মহাকাশের পাশাপাশি পৃথিবীর গভীরেও প্রযুক্তির ছাপ ফেলতে চলেছে শি জিনপিংয়ের সরকার।

চিনা সংবাদমাধ্যম সূত্রে খবর, শিনজিয়াঙে যে গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছে, তার গভীরতা হবে ১০ হাজার মিটার। অর্থাৎ, পৃথিবীর বুকে ৩২ হাজার ৮০৮ ফুটের গর্ত খুঁড়বে চিন।

  কিন্তু কেন ? তা এখনো স্পষ্ট নয়। শিনজিয়াঙে গর্ত খোঁড়ার কাজ যে দিন শুরু হয়েছে, সে দিন সকালেই মহাকাশ অভিযানে নতুন নজির গড়েছে চিন। গোবি মরুভূমি থেকে প্রথম বার অসামরিক নভোশ্চরদের নিয়ে মহাকাশে উড়েছে চিনা মহাকাশযান।

পৃথিবীর ‘চামড়া’ ফুঁড়ে (ভূত্বক) যে গর্ত চিন খুঁড়তে শুরু করেছে, তা অন্তত ১০টি মহাদেশীয় স্তর ভেদ করবে। মহাদেশীয় স্তর আসলে পাথরেরই নানাবিধ আস্তরণ।

চিনের এই গর্ত একে একে মহাদেশীয় স্তর ভেদ করতে করতে পৌঁছে যাবে ভূত্বকের একেবারে শেষ স্তরে। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, সেখানে প্রায় ১ কোটি ৪৫ লক্ষ বছরের পুরনো পাথর রয়েছে। কিন্তু কি হতে পারে তা নিয়ে সংশয় বিশ্ব বিজ্ঞানী মহলে।

You might also like!