International 6 months ago

China earthquake death toll 65 : চিনের সিচুয়ানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৫, ভূমিধসে একটি শহরে মারাত্মক ক্ষয়ক্ষতি

China earthquake death toll 65

 

সিচুয়ান, ৬ সেপ্টেম্বর : চিনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৫। ভূমিকম্পে আহতের সংখ্যা প্রচুর। ভূমিকম্পের পর ভূমিধসে মারাত্মক ক্ষতি হয়েছে একটি শহরে। সোমবার ৬.৬ তীব্রতার ভূমিকম্পে অনুভূত হয় সিচুয়ান প্রদেশের কাংডিং শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার (২৬ মাইল) দক্ষিণ-পূর্বে, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলবার সকালে জানানো হয়েছে, ভূমিকম্পে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে। এখনও কমপক্ষে ২০০ জন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে রয়েছেন। খোঁজ পাওয়া যায়নি বহু মানুষের। ভূমিকম্পের তীব্র কম্পনে বহু ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিচুয়ানের প্রাদেশিক রাজধানী চেংডুর ভবনগুলিও কেঁপে ওঠে ভূমিকম্পে, যেখানে লক্ষ লক্ষ মানুষ কঠোর কোভিড-১৯ লকডাউনের অধীনে নিজেদের বাড়িতে বন্দী রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত ৩.০ এবং তার বেশি মাত্রার অন্তত ১০টি আফটারশক অনুভূত হয়েছে।


You might also like!