International 6 months ago

Blast in Afganistan : আফগানিস্তানের হেরাত প্রদেশে মসজিদে বিস্ফোরণ, মৃত্যু ইমাম এম এম আর আনসারীর

blast kills Imam in herat mosque blast

 

কাবুল, ২ সেপ্টেম্বর : আফগানিস্তানের হেরাত প্রদেশে শুক্রবারের নামাজ প্রার্থনার সময় বিস্ফোরণে প্রাণ হারালেন একজন ইমাম। শুক্রবার হেরাত প্রদেশের গুজারগাহ মসজিদে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন মাওলায়ি মুজিব রহমান আনসারী। এ বিষয়ে সরকারি কিছু জানানো হয়নি।

শুক্রবার নামাজ পাঠের সময় তীব্র শব্দে বিস্ফোরণ হয় মসজিদের ভিতরে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। কোনও সন্ত্রাসী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। ইমামের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছেন ইসলামিক এমিরেট মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

You might also like!