কাবুল, ৫ সেপ্টেম্বর : আফগানিস্তানের রাজধানী কাবুলে রুশ দূতাবাসের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারালেন ২০ জন। মৃত ২০ জনের মধ্যে দু'জন রাশিয়ার কূটনীতিক। সোমবার কাবুল শহরের দারুল আমান এলাকায় রুশ দূতাবাসের বাইরে তীব্র বিস্ফোরণ হয়। কাবুল পুলিশ কমান্ডের মুখপাত্র খালেদ জাদারান জানিয়েছেন, বিস্ফোরণটি দূতাবাসের গেটের বাইরে ঘটেছিল যেখানে মানুষজন ভিসার জন্য অপেক্ষা করছিলেন।
এটি ছিল একটি আত্মঘাতী বোমা হামলা এবং দূতাবাসের গেটের বাইরে তালেবান প্রহরীদের গুলি করার পর বোমারু বিস্ফোরণ ঘটায়। স্থানীয় পুলিশ জেলার প্রধান মাওলাভি সাবির বলেছেন, "আত্মঘাতী হামলাকারী লক্ষ্যে পৌঁছানোর আগেই রুশ দূতাবাসের রক্ষীরা তাকে চিনতে পারে ও গুলি করে। এই বিস্ফোরণে দুই রুশ কূটনীতিক-সহ ২০ জনের মৃত্যু হয়েছে।