International

1 month ago

Biden congratulates President-elect Trump: ট্রাম্পকে শুভেচ্ছা বাইডেনের, জাতির উদ্দেশ্যে দেবেন বিদায়ী ভাষণ

Biden congratulates Trump, will give a farewell address to the nation
Biden congratulates Trump, will give a farewell address to the nation

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতিতে বাইডেন জানান, দেশকে ঐক্যবদ্ধ করতে ট্রাম্প যথাসাধ্য কাজ করবেন বলে তাঁর বিশ্বাস। বাইডেন আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলেও জানিয়েছে হোয়াইট হাউস।

উল্লেখ্য, আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনে ইতিহাস সৃষ্টি করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরেছেন। তিনি এখনও পর্যন্ত ২৯৫টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। এগিয়ে রয়েছেন নেভাডা এবং অ্যারিজোনায়। অন্যদিকে ডেমোক্র্যাটিক প্রার্থী আমেরিকার বর্তমান উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের দখলে গেছে ২২৬টি ইলেক্টোরাল ভোট।

You might also like!