International

2 weeks ago

Bangladesh: বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তে আটক বিএসএফ জওয়ানকে ভারতীয় কর্তৃপক্ষকে হস্তান্তর বিজিবি-র

BGB hands over BSF jawan detained at Thakurgaon border in Bangladesh to Indian authorities
BGB hands over BSF jawan detained at Thakurgaon border in Bangladesh to Indian authorities

 

ঠাকুরগাঁও (বাংলাদেশ), ২৫ সেপ্টেম্বর : ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দিনাজপুর জেলার এপারে ঠাকুরগাঁও (বাংলাদেশ) সীমান্তে আটক বিএসএফ-এর এক জওয়ানকে ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্ৰসঙ্গত, ঠাকুরগাঁও জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল।

আজ বুধবার বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল প্রায় সাড় ১১টায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ চান্দেরহাট সীমান্ত এলাকায় অনুপ্রবেশের দায়ে বিএসএফ-এর জওয়ান উপল কুমার দাসকে আটক করেন গ্রামের মানুষ। তিনি ৩৩৪ নম্বর পিলারের সাব পিলার ৬-এর পাশে জিরো লাইন অতিক্রম করে বাংলাদেশ ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন।

বাংলাদেশে প্রবেশের সাড়ে ছয় ঘণ্টা পর বিএসএফ এবং বিজিবি কর্তৃপক্ষের ফ্ল্যাগ মিটিং হয়। এর পর বিকাল প্রায় পাঁচটা নাগাদ বর্ডার গার্ড কৰ্তৃপক্ষ বাংলাদেশ ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকদের হাতে জওয়ান উপল কুমার দাসকে সমঝে দিয়েছেন।

তিনি জানান, তাঁর শরীরে বিএসএফের পোশাক থাকলেও নিরস্ত্র ছিলেন। তাঁকে স্থানীয় মানুষজন চা-নাস্তা খাইয়েছেন। ভালো ব্যবহারও করেছেন। উৎপল দাস তাঁর ভুল স্বীকার করে বলেছেন, এই ভুল আর কখনও হবে না। উপল দাস পশ্চিমবঙ্গের কলকাতার বাসিন্দা বলে জনিয়েছেন।


You might also like!