International

1 week ago

Bangladesh:বাংলাদেশ : দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে, আশ্বস্ত করেছেন আইজিপি ময়নুল ইসলাম

IGP Moinul Islam
IGP Moinul Islam

 

ঢাকা, ২৪ সেপ্টেম্বর  : আসন্ন দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা থাকবে বলে আশ্বস্ত করেছেন বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মহম্মদ ময়নুল ইসলাম এনডিসি। তিনি আরও আশ্বাস দিয়েছেন, পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবে।

সোমবার পুলিশ সদর দফতরের হল অব প্রাইডেতে তাঁর পৌরোহিত্যে অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভায় এই আশ্বাস দিয়েছেন আইজিপি ময়নুল ইসলাম। আইজিপি বলেন, পুলিশ দুর্গাপূজা উপলক্ষ্যে প্রাক-দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জন ও দুর্গা পূজা-পরবর্তী, এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশের পূজাকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রম শুরু হয়ে গেছে।

সভায় রেব মহাপরিচালক একেএম শহিদুর রহমান পিপিএম, এনডিসি, এসবি প্রধান মহম্মদ শাহ আলম বিপিএম, অতিরিক্ত আইজি আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম, হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি মহম্মদ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), নৌ পুলিশের অতিরিক্ত আইজি মহম্মদ আবদুল আলিম মাহমুদ বিপিএম, ডিএমপি কমিশনার মহম্মদ মাইনুল হাসান পিপিএম, এনডিসি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

You might also like!