International

8 months ago

Aircraft mechanical failure! Imran Khan narrowly escaped : মাঝ আকাশে বিমানের যান্ত্রিক ত্রুটি! অল্পের জন্য রক্ষা পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

Aircraft mechanical failure! Imran Khan narrowly escaped
Aircraft mechanical failure! Imran Khan narrowly escaped

 

ইসলামাবাদ, ১১ সেপ্টেম্বর : অল্পের জন্য বড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। মাঝ আকাশে যান্ত্রিক গোলযোগের কারণে জরুরি অবতরণ করে ইমরানের বিমানটি। তবে জানা গিয়েছে ইমরান-সহ বিমানের অন্য যাত্রীরা সুস্থ এবং অক্ষত আছেন।

শনিবার বিশেষ বিমানে চেপে পাকিস্তানের গুজরানওয়ালায় সভা করতে যাচ্ছিলেন ইমরান। মাঝ আকাশে বিমানটির যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থার কাছে জরুরি অবতরণের আবেদন জানান ইমরানের বিমানের চালক। অনুমতি পাওয়ার পর নিরাপদেই অবতরণ করে বিমানটি। ইমরানের দল পিটিআই-এর তরফে জানা গিয়েছে, বিমান থেকে নেমে সড়কপথেই সভাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন ইমরান। তিনি সুরক্ষিত রয়েছেন।


You might also like!