International

2 months ago

Abdul Rehman makki : ভারতের দাবিকেই মান্যতা, আব্দুল রেহমান মাক্কি আন্তর্জাতিক জঙ্গি ঘোষিত

Abdul Rehman Makki

 

নিউইয়র্ক, ১৭ জানুয়ারি : রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ পাকিস্তানের জঙ্গি আব্দুল রেহমান মাক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদীর তকমা দিয়েছে। লস্কর-ই-তইবা প্রধান, ২৬/১১ জঙ্গি হানার মূল চক্রী,হাফিজ সইদের ঘনিষ্ঠ আত্মীয় মাক্কি। তার বিরুদ্ধে জোর করে টাকা তোলা, ভারতে বিশেষ করে জম্মু কাশ্মীরে আক্রমণের জন্যে যুব সমাজকে প্ররোচিত করার অভিযোগ রয়েছে। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই মাক্কিকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করেছে।

দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছিল ভারত, কিন্তু পথে বাধা হয়ে দাঁড়াচ্ছিল চিন। তবে, সোমবার চিনের আপত্তি সত্বেও পাকিস্তানের আব্দুল রেহমান মাক্কিকে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে তালিকাভুক্ত করেছে রাষ্ট্রপুঞ্জ। ২০২৩ সালের ১৬ জানুয়ারি আইএসআইএল, আল কায়েদা ও সংশ্লিষ্ট ব্যক্তি, গোষ্ঠী, উদ্যোগ এবং সত্বা সম্পর্কিত প্রস্তাব ১২৬৭ (১৯৯৯), ১৯৮৯ (২০১১) ও ২২৫৩ (২০১৫) অনুযায়ী আন্তর্জাতিক জঙ্গি হিসাবে মাক্কির নাম সংযোজন করা হয়েছে। আইন অনুযায়ী আগেই আমেরিকা ও ভারত মাক্কিকে জঙ্গি হিসাবে তকমা দিয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার প্রধান হাফিজ সৈইদের শ্যালক হল মাক্কি।


You might also like!