ফের ইউক্রেনে ভয়াবহ হামলা চালাল রাশিয়া। কিয়েভের দাবি, জাপরজাই অঞ্চলে রুশ বাহিনীর হামলায় দুই নাবালক-সহ মৃত্যু হয়েছে ৩০ জনের। সূত্রের খবর, শুক্রবার সাধারণ নাগরিকদের একটি কনভয়কে নিশানা করে পুতিন বাহিনী। সংবাদ এএফপি সূত্রে খবর, ইউক্রেনের জাপরজাই অঞ্চলের বেশকিছু জায়গা এখনও রাশিয়ার দখলে। ইউক্রেনের পুলিশপ্রধান ইগর ক্লিমেঙ্কো বলছেন, “জাপরজাই অঞ্চলে রুশ হামলায় নিহত হয়েছেন অন্তত ৩০ জন। ৮৮ জন গুরুতর আহত। তাঁরা সকলেই সাধারণ নাগরিক। নিহতদের মধ্যে দু’জনের বয়স ১১ ও ১৪ বছর। একটি তিন বছরের শিশুও আহত হয়েছে। জাপরজাই প্রদেশের গভর্নর ওলেকসান্দ্র স্তারুক জানিয়েছেন, প্রদেশটির রুশ অধিকৃত অঞ্চলে ঢোকার জন্য অপেক্ষা করছিল একটি অসামরিক কনভয় বা সাধারণ মানুষের বেশ কয়েকটি গাড়ি। তাদের নিশানা করে রকেট হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। একের পর এক রকেট আছড়ে পড়ে গাড়িগুলিতে। ফলে প্রাণ হারান অনেকেই। উল্লেখ্য, গতকাল শুক্রবার গণভোটের পর অধিকৃত ইউক্রেনের ডোনেৎস্ক ও লুহানস্ক অঞ্চলের (একত্রে দোনবাস) পাশাপাশি খেরসন ও জাপোরজাই শহর আনুষ্ঠানিকভাবে রুশ ভূখণ্ডে শামিল করার কথা ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।