১) মেষ রাশিঃ আজ আর্থিক ভাবে উন্নতি করার যোগ আছে। তবে অতিরিক্ত খরচও হতে পারে। পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা আছে। ব্যবসার কারণে বিদেশ ভ্রমণ হতে পারে। গুরু সংসর্গ লাভ হতে পারে। চাকরিপ্রার্থীরা পছন্দমতো কাজের সুযোগ পেলেও কর্মস্থানের পরিবেশ ভালো হবে না। কাঙ্খিত জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগ হতে পারে।
২) বৃষ রাশিঃ আজ সামগ্রিক পরিস্থিতি অনুকূলে থাকবে। ছাত্রছাত্রীদের চাঞ্চল্য ও অস্থিরতা বাড়তে পারে। অতিরিক্ত অনিয়মে শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। বয়স্ক ব্যক্তিরা মনের মানুষের খোঁজ পেতে পারেন। হিসাবশাস্ত্রবিদ এবং কলাকুশলীদের আজকের দিনটি ভালো কাটবে। চাকরি পরিবর্তনের কথা আজ না ভাবাই ভালো।
৩) মিথুন রাশিঃ দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাফল্য আসবে। গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি বা পদমর্যাদা বৃদ্ধির যোগ রয়েছে। অংশীদারি ব্যবসায় লভ্যাংশ বাড়বে। যন্ত্রাংশের ব্যবসায় সতর্কতা অবলম্বন করা উচিত।
৪)কর্কট রাশিঃ স্পষ্ট কথা বলার কারণে সমস্যায় পড়তে পারেন। আজ রোজগার ভালো হলেও আয়ের তুলনায় ব্যয় বেশি হবে। বন্ধুর সহযোগিতায় প্রতিকূল পরিস্থিতি আয়ত্তে আসবে। প্রশাসনিক বা আইনগত কাজের ক্ষেত্রে বাধা আসতে পারে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে।
৫) সিংহ রাশিঃ চাকরিতে আজ হতাশা বাড়বে। কাঁচ, রেশম, খনিজ দ্রব্যের ব্যবসা বিশেষ লাভজনক হবে। নতুন কিছু কেনার ক্ষেত্রে আজ ঋণ নিতে হতে পারে। অতিরিক্ত ব্যয়ভার সামলানো আপনার পক্ষে কষ্টকর হবে। বাড়িতে আজ বন্ধু সমাগম হতে পারে। বিজ্ঞাপনী চমকে প্রভাবিত হয়ে প্রতারিত হতে পারেন।
৬) কন্যা রাশিঃ আজ কর্মস্থলে কাজের চাপ বাড়বে। অর্থাগম মাঝারি হবে। চিকিৎসা সংক্রান্ত খরচ বাড়বে। ঠান্ডা লাগার সমস্যায় কষ্ট পেতে পারেন। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি বা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে। প্রাথমিক স্তরে পড়াশোনার ফলাফল ভালো হবে। কর্ম বা ব্যবসা সংক্রান্ত কারণে ভ্রমণ হতে পারে।
৭) তুলা রাশিঃ কর্মপ্রার্থীরা আজ নতুন কাজের সুযোগ পেতে পারেন চর্মরোগ বা হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। কর্মক্ষেত্রে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্য আসবে। ঋণ নিতে হতে পারে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ার আশঙ্কা রয়েছে।
৮) বৃশ্চিক রাশিঃ আজ বিকল্প রোজগারের পথ পেতে পারেন। আইনি সমস্যার সমাধান আসতে পারে। প্রেমের সম্পর্কে জটিলতা বাড়বে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ স্থির হতে পারে। আয়-ব্যয়ের হিসেবে আজ ব্যয়ের পাল্লা ভারী থাকবে। ব্যবসায় হিসেবের গোলমাল হওয়ার সম্ভাবনা রয়েছে। নার্ভের সমস্যায় কষ্ট পেতে পারেন।
৯) ধনু রাশিঃ আজ জনকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন ধনু রাশির জাতকরা। দীর্ঘদিন পর ভালো বন্ধুর সান্নিধ্য পাবেন। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বচসায় জড়াতে পারেন। নতুন ব্যবসায় বাধার সম্মুখীন হতে পারেন। আজ কোনও বিচক্ষণ ব্যক্তির পরামর্শ পেতে পারেন।
১০) মকর রাশিঃ মকর রাশির জাতকদের আজ অর্থ রোজগার ভালোই হবে। দাম্পত্য কলহ চরমে উঠবে। প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। ফাটকা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হতে পারেন। সংক্রামক রোগের প্রবণতা বাড়তে পারে। খেলাধুলার সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন দিগন্ত পেতে পারেন।
১১) কুম্ভ রাশিঃ বয়স্কদের প্রস্রাব বা কিডনির সমস্যা আজ বাড়তে পারে। আপনার কৌশলী কথাবার্তায় জটিল সমস্যা সমাধান হবে। জ্ঞাতি শত্রুতায় উৎকণ্ঠা বাড়বে। জীবনসঙ্গীর রোগ-ভোগের সমস্যা বাড়তে পারে। হোঁচট খেয়ে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। ঝুঁকিবহুল কাজ থেকে আজ বিরত থাকুন। ঋণ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।
১২) মীন রাশিঃ নতুন বাড়ি বা জমি কেনার সংযোগ হতে পারে। ভোগ-বিলাস ও সৌন্দর্যের প্রতি আকর্ষণ বাড়বে। কর্মস্থানে পরিশ্রমের উপযুক্ত মর্যাদা পাবেন। খাবারে অনিয়ম ও গুরুপাক খাওয়ায় হজমের সমস্যা হতে পারে। অপ্রয়োজনীয় চিন্তায় উদ্বেগ বাড়বে। ব্যবসায় লগ্নির ক্ষেত্রে সর্তকতা প্রয়োজন। সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে।