Horoscope

1 week ago

Horoscope Today: হর্ষণা যোগ ও বজ্র যোগের প্রভাবে কোন রাশির ভাগ্য উজ্জ্বল? জানুন রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ আজ সব বাকি থাকা কাজ সম্পূর্ণ করতে পারবেন। আপনার আর্থিক পরিস্থিতিও শক্তিশালী হবে। তবে ব্যবসায়িক সহযোগীর ব্যবহারে আপনি মেজাজ হারাতে পারেন। চেষ্টা করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে। আজ দু'হাতে টাকা খরচ করবেন মেষ রাশির জাতকরা। ভবিষ্যতের কথা ভেবে কিছু টাকা সঞ্চয় করুন।

২) বৃষ রাশিঃ নিজের কাজে গা ছাড়া মনোভাব থাকলে পস্তাতে হবে বৃষ রাশির জাতকদের। ব্যবসায় আপনার শত্রুদের থেকে সতর্ক থাকুন। কোনও কারণ ছাড়াই তারা আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করবে। বাড়িতে এবং অফিসে সিনিয়ররা আপনার ওপর অসন্তুষ্ট হবেন। আজ আপনি অল্প সময়ের মধ্যে বেশি টাকা রোজগার করার চেষ্টা করবেন।

৩) মিথুন রাশিঃ আজ সব কাজে নিজের বুদ্ধি ও দক্ষতা আরও একটু বেশি ব্যবহার করতে হবে মিথুন রাশির জাতকদের। এর ফলে কেরিয়ারে সাফল্য লাভ করতে পারবেন। কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। এতে লাভের বদলে উলটে ক্ষতি হবে আপনার। আর্থিক ক্ষতির মুখে পড়ায় আজ বিচলিত হবেন মিথুন রাশির জাতকরা।

৪) কর্কট রাশিঃ আজ আক্রমণাত্মক মনোভাব বাড়বে কর্কট রাশির জাতকদের মধ্যে। কোনও খারাপ কাজ করতে পারেন আপনি। এর ফলে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। চেষ্টা করুন কোনও গোলমালে না জড়াতে। উন্নতির বড় সুযোগ আজ আপনার হাত থেকে ফস্কে যেতে পারে।

৫) সিংহ রাশিঃ আজ স্বাস্থ্য নিয়ে ভুগতে হতে পারে বৃশ্চিক রাশির জাতকদের। দুপুরের পর থেকে অবশ্য শরীর অনেকটাই ভালো থাকবে। আজ আপনার ব্যবসা ভালো চলবে। ধর্মীয় কাজে আজ আগ্রহ বাড়বে। কিন্তু সব কাজেই আজ বাধার মুখে পড়তে পারেন। অফিসে আপনার কোনও সহকর্মী অসুস্থ হয়ে পড়তে পারেন।

৬) কন্যা রাশিঃ আজ সব কাজেই ধৈর্য রাখা জরুরি কন্যা রাশির জাতকদের। ধৈর্য ধরে কাজ করলে আজ নিজের সব কাজ সময়ের মধ্যেই শেষ করতে পারবেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে তা আপনার অনুকূলে যাবে। যাঁরা চাকরির চেষ্টা করছেন, তাঁরা আজ ভালো চাকরি পেতে পারেন।

৭) তুলা রাশিঃ আজ উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করতে পারেন তুলা রাশির জাতকরা। সব কাজ মন দিয়ে করুন। না হলে ক্ষতির মুখে পড়তে হতে পারে। সম্পত্তি কেনার জন্যও আজকের দিন আপনার জন্য শুভ। দাম্পত্য জীবনে পার্টনারের সঙ্গে ঝগড়া হতে পারে। এর ফলে মনে অশান্তি থাকবে।

৮) বৃশ্চিক রাশিঃ আজ আপনার রাগ বাড়বে। অন্যদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন। এর ফলে পরিবারের সদস্যরা আপনার ওপর বিরক্ত থাকবেন। চেষ্টা করুন নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে এবং কথাবার্তায় মিষ্টতা বজায় রাখতে। সামাজিক ও ধর্মীয় কাজে অংশ নিতে পারেন।

৯) ধনু রাশিঃ আজ নিজের শত্রুদের ওপর কড়া নজর রাখুন ধনু রাশির জাতকরা। গোপন পথে তারা আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। কারোর সঙ্গে অশান্তি হলে রাগ নিয়ন্ত্রণে রাখুন। যতই রাগ হোক, কোনও খারাপ কথা বলবেন না। আজ খরচ বাড়বে এবং সঞ্চয়ের পরিমাণ কমবে।

১০) মকর রাশিঃ আজ কাজে অবহেলা করায় বড় ক্ষতির মুখে পড়তে পারেন। আর্থিক পরিস্থিতি আজ ভালো থাকবে। আজ আপনি কাজে নতুন কোনও উদ্যোগ নেবেন। চাকরিজীবীরা অফিসে সহকর্মীর থেকে সাহায্য পেতে পারেন। ছাত্রছাত্রীরা পরিশ্রম করেও পরীক্ষায় আশানুরূপ ফল করতে পারবেন না।

১১) কুম্ভ রাশিঃ আজ দাম্পত্য জীবনে অশান্তির মুখে পড়তে পারেন মীন রাশির জাতকরা। জীবনসঙ্গীর সঙ্গে আপনার মতের অমিল প্রবল হবে। সন্ধেবেলা আচমকা অর্থলাভ হতে পারে। বাড়ির ছোটদের সঙ্গে আজ আপনি পার্টি করতে পারেন। আজ আপনি যে কাজেই হাত দেবেন, সেই কাজ সম্পূর্ণ করবেন।

১২) মীন রাশিঃ আজ আপনার চারপাশের পরিবেশ মনোরম থাকবে। সেই কারণে আপনার মনে আনন্দ ভরপুর থাকবে। সন্তানকে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখে শান্তি পাবেন। জীবনসঙ্গীর সঙ্গেও আজ ভালো সময় কাটাবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পথে বাধা কেটে যাবে।

You might also like!