Horoscope

2 weeks ago

Horoscope Today: চৈত্র শুক্লা পঞ্চমী তিথিতে কার ভাগ্যে কী অপেক্ষা করছে? জেনে নিন আজকের রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ মেষ রাশির জাতকরা আজ নতুন জামা কাপড়, সুখাদ্য এবং শৌখিন দ্রব্য উপহার হিসেবে পেতে পারেন। অর্থ সঞ্চয়ের প্রবল যোগ রয়েছে। বেকাররা নতুন চাকরি পাবেন। মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায়ীদের আর্থিক লাভের যোগ আছে।

২) বৃষ রাশিঃ আজ অতিরিক্ত দুশ্চিন্তা এবং মানসিক হতাশা গ্রাস করবে বৃষ রাশির জাতকদের। অতিরিক্ত টাকা খরচ হতে পারে। আইনি পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ লাভবান হবেন। ভ্রমণের যোগ রয়েছে। ব্যবসায়ীরা নতুন উদ্যম এবং প্রচেষ্টায় সাফল্য পেতে পারেন।

৩) মিথুন রাশিঃ মিথুন রাশির জাতকদের বাড়িতে আজ নতুন অতিথি আসতে পারেন। স্বামী বা স্ত্রীর শরীর-স্বাস্থ্য খুব একটা ভালো থাকবে না। দূর দেশে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। চাকরিতে পদোন্নতির যোগ রয়েছে। বাস্তু সংক্রান্ত কোনও সমস্যা দেখা দিতে পারে।

৪) কর্কট রাশিঃ চেষ্টা করলে কেরিয়ারে আজ সাফল্য পাবেন কর্কট রাশির জাতকরা। কসমেটিক্স, জুয়েলারি, লোহা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসায়ীরা আজ লাভবান হবেন। হাড়ে আঘাত পেয়ে কষ্ট পাবেন। খেলাধুলোর সঙ্গে যুক্তরা বড় জায়গা থেকে সুযোগ পেতে পারেন। একাধিক ক্ষেত্র থেকে উপার্জনের দিশা পাবেন।

৫) সিংহ রাশিঃ অনিদ্রার কারণে আজ কষ্ট পেতে হবে সিংহ রাশির জাতকদের। সাংসারিক জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হতে পারে। বন্ধু বা আত্মীয়-স্বজনের সঙ্গে আপনার মতপার্থক্য হবে। টনসিল বা নাকের সমস্যায় কষ্ট পেতে পারেন। চাকরিপ্রার্থীরা সরকারি চাকরি পেতে পারেন। কথা কম বলুন না হলে সমস্যা সৃষ্টি হবে।

৬) কন্যা রাশিঃ পেটের সমস্যায় আজ দিনভর কষ্ট পাবেন কন্যা রাশির জাতকরা। আজ আপনার আয় বাড়বে। ভাগ্যে বিশেষ উন্নতি হবে। আজ স্বাস্থ্য ভালো থাকবে। অযথা মানসিক দুশ্চিন্তায় ভুগবেন। অন্য লোকের সামান্য কথায় আপনি আজ হতাশ হয়ে পড়তে পারেন। শত্রুরা চেষ্টা করেও আপনার ক্ষতি করতে পারবে না।

৭) তুলা রাশিঃ ব্যবসার দিক দিয়ে আজকের দিনটি খুবই শুভ। তুলা রাশির জাতক যাঁরা দুধ ,দুই, মিষ্টি, মদ, জল, মাছ ইত্যাদির ব্যবসার সঙ্গে যুক্ত তাঁদের জন্য দিনটি অত্যন্ত লাভজনক হবে। অফিসে প্রতিযোগিতা থাকলেও আপনার জয় নিশ্চিত। বুদ্ধি খাটিয়ে আপনি আজ প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন।

৮) বৃশ্চিক রাশিঃ বৃশ্চিক রাশির জাতকদের আজ কোনও মহিলার থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে। ব্যবসার যোগ অত্যন্ত শুভ। বড় আর্থিক লাভ হতে পারে। কোনও বিষাক্ত জন্তুর কামড়ে শারীরিক সমস্যা হতে পারে। অহেতুক সন্দেহবাতিক স্বভাব পরিত্যাগ করুন। কর্মক্ষেত্রে অতিরিক্ত অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।

৯) ধনু রাশিঃ ধনু রাশির জাতকদের আজ কোনও পরীক্ষা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা উচিত হবে না। অফিসে ঊর্ধতন কর্মচারীর সঙ্গে মতান্তর হতে পারে‌। নিজের স্বাস্থ্যের প্রতি যত্নবান হন। অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। সঙ্গীতচর্চার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজ অত্যন্ত শুভ দিন। আজ আপনার নাম যশ প্রতিপত্তি বাড়বে।

১০) মকর রাশিঃ আজ উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরি করতে হতে পারে মকর রাশির জাতকদের। অকারণে টাকা খরচ করবেন না। মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন হতে হবে। অকাট্য সত্য বলার ফলে আপনার সঙ্গে বিশেষ কারোর বন্ধুত্ব নষ্ট হতে পারে। দাম্পত্য জীবনে মতভেদ আসতে পারে কিন্তু তা রাতের মধ্যেই মিটে যাবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা আজ ফেরত পাবেন।

১১) কুম্ভ রাশিঃ আজ অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভ হতে পারে। আজ আপনার পারিবারিক সম্পদ বৃদ্ধি পাবে। কোমরে ও পায়ে চোট লাগার ইঙ্গিত থাকছে। কোনও নিকট আত্মীয় হঠাৎ করে আপনার সঙ্গে শত্রুতা করতে পারে। কর্মস্থানে পদোন্নতি বা সুনাম বৃদ্ধির যোগ রয়েছে কুম্ভ রাশির জাতকদের সামনে।

১২) মীন রাশিঃ বন্ধুরা আজ আপনার সমালোচনা করবে। এর ফলে মানসিক ভাবে আঘাত পেতে পারেন। আজ অতিরিক্ত কথা বলবেন না। পর্যটনের ব্যবসা লাভজনক হবে। ফাটকা, শেয়ার মার্কেট, বিমা বা লটারি থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। আজ মনের মানুষকে প্রেম নিবেদন করুন। পার্টনারশিপ ব্যবসায় ক্ষতির আশঙ্কা আছে।

You might also like!