Horoscope

2 weeks ago

Horsecrop: অক্টোবরে ভাগ্য খুলতে চলেছে তিন রাশির জাতকদের! জানেন কারা হবেন মালামাল?

Horsecrop
Horsecrop

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- ভারতীয় জ্যোতিষ অতি প্রাচীন শাস্ত্র। এই জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করে গ্রহ-নক্ষত্রের অবস্থানের প্রভাব প্রত্যক্ষভাবে পরে মানুষের জীবনে। সেই বিচার করেই অক্টোবর মাসকে তিন রাশির জাতকদের কাছে খুবই 'শুভযোগ' বলা হচ্ছে।

 জ্যোতিষ গণনা বলছে - ৩ অক্টোবর ২০২৪- শনি কুম্ভ রাশিতে রয়েছে। ৩ অক্টোবর, ১২:১০ মিনিটে, এটি রাহুর নক্ষত্রে অর্থাৎ শতভীষা নক্ষত্রে প্রবেশ করবে। ১০ অক্টোবর ২০২৪- বুদ্ধি, যুক্তি এবং বন্ধুত্বের গ্রহ বুধ ১০ অক্টোবর তার রাশি পরিবর্তন করবে। ১৩ অক্টোবর ২০২৪- বিলাসিতা, সম্পদ, সম্পত্তি, খ্যাতি এবং প্রেমের গ্রহ শুক্রের ১৩ অক্টোবর রাশি পরিবর্তন হবে। ২০ অক্টোবর ২০২৪- গ্রহের সেনাপতি মঙ্গল কর্কট রাশিতে প্রবেশ করবে। এর ফলে -

 

১) বৃষ রাশি :-  এই রাশির জাতিকারা অক্টোবরে গ্রহের গোচরে  লাভবান হবেন। কর্মজীবনে অগ্রগতি হবে এবং সমাজে সম্মান থাকবে। দাম্পত্য জীবন সুখের হবে।

 

২) সিংহ রাশিঃ- এই রাশিতে সূর্য, বুধ, শুক্র ও মঙ্গলের বিশেষ আশীর্বাদ থাকতে চলেছে। ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীরা পদোন্নতি পেতে পারেন।

 

৩) কন্যা রাশি ঃ- এই রাশির জাতকদের জন্য অক্টোবর মাস বিশেষ হতে পারে। আপনার কেনাকাটার তালিকা বাড়ার সঙ্গে সঙ্গে  আপনার ব্যয়ও বাড়বে তবে আপনি যা চান তা শীঘ্রই পেতে পারেন।

You might also like!