দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামিকাল ১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার কুম্ভ রাশিতে থাকবে চাঁদ। এর পাশাপাশি কাল থাকবে শিব যোগ। জেনে নিন আগামিকাল রবিবার সূর্যদেবের আশীর্বাদে সুখ সাফল্য লাভ করবেন কোন কোন রাশির জাতকরা।
কর্কট রাশি
আগামিকাল রবিবার সব কাজেই সৌভাগ্যকে পাশে পাবেন কর্কট রাশির জাতকরা। কাল আপনার এনার্জি লেভেল তুঙ্গে থাকবে। বাবা মায়ের সাহায্য লাভ করতে পারবেন সব কাজেই। যারা সিঙ্গল, তাঁরা কাল জীবনসঙ্গী পেতে পারেন। সূর্যদেবের আশীর্বাদে কাল আর্থিক পরিস্থিতিতে বড় উন্নকি ঘটবে কর্কট রাশির জাতকদের। এর ফলে কাল আপনার মনে ভরপুর আনন্দ থাকবে।
কন্যা রাশি
কাল শতভিষা নক্ষত্রের প্রভাবে নানা দিক থেকে সাফল্য পেতে চলেছেন কন্য়া রাশির জাতকরা। কাল নিজের লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন আপনি। অন্য়কে সাহায্য করার জন্য কাল আপনি নিজের হাত বাড়িয়ে দেবেন। এর ফলে সমাজে জনপ্রিয়তা বাড়বে কন্যা রাশির জাতকদের। ব্যবসায়ীরা অন্যদের হারিয়ে নিজেরা জয় লাভ করতে পারবেন।
বৃশ্চিক রাশি
শিবযোগের প্রভাবে কালকের দিনটি বেশ লাভজনক হতে চলেছে বৃশ্চিক রাশির জাতকদের জন্য। কাল সব বিষয়েই আপনি পজিটিভ ফল পাবেন। ধর্মীয় বিষয়ে কাল আগ্রহ বাড়বে আপনার। বাবা ও শিক্ষকের সঙ্গে মতের অমিল কেটে গিয়ে সম্পর্কের উন্নতি হবে। কাল নিজের কাজে আরও ভালো করে মনোনিবেশ করতে পারবেন। পরিবারে সুখের পরিবেশ বজায় থাকবে বৃশ্চিক রাশির জাতকদের।
কুম্ভ রাশি
কাল ১১ ফেব্রুয়ারি সূর্যদেবের আশীর্বাদে আর্থিক সৌভাগ্য লাভ করবেন কুম্ভ রাশির জাতকরা। কাল আপনি নিজের পাওনা টাকাও ফিরে পেতে পারেন। বাবার থেকে সাহায্য পেয়ে কাল গাড়ি কিনতে পারেন আপনি। কাল সামাজিক মাধ্যম থেকে কোনও শুভ খবর পেতে পারেন। যারা সিঙ্গল, কুম্ভ রাশির সেই সব জাতকরা কাল বিশেষ কারোর সন্ধান পেতে পারেন।