Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Horoscope

1 month ago

Mangal Lucky Zodiacs: মঙ্গল ফিরছে স্বরাশিতে, ভাগ্য খুলবে কালীপুজোর পর! কন্যা-সহ সৌভাগ্যের ঝিলিক আর কোন রাশিতে?

zodiac fortune Kali Puja
zodiac fortune Kali Puja

 

এবারের কালীপুজো পালিত হবে ২০ অক্টোবর। আর এই পুজোর ঠিক কিছুদিন পরেই, ২৭ অক্টোবর দুপুর ২টো ৪৪ মিনিটে গ্রহরাজ মঙ্গল তার নিজস্ব রাশি বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের এই স্বরাশিতে প্রবেশ রুচক রাজযোগ সৃষ্টি করবে। এই রুচক রাজযোগের শুভ প্রভাবে পাঁচটি রাশির জাতকদের ভাগ্যে নানা দিক থেকে শুভ পরিবর্তন আসবে। দীপাবলি শেষ হতেই এই রাশিগুলির বিরাট আর্থিক লাভেরসম্ভাবনা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, মঙ্গলের এই গোচরের ফলে কোন কোন রাশির ভাগ্য খুলতে চলেছে।

মিথুন রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব

মিথুন রাশি

মিথুন রাশির ষষ্ঠ ঘরে গোচর করবে মঙ্গল। এই সময় দুর্মূল্য কোনও দ্রব্য পেতে পারেন। লাল গ্রহের প্রভাবে সুখ ও সমৃদ্ধি লাভ করবেন মিথুন রাশির জাতকরা। উল্লেখযোগ্য আর্থিক লাভ হতে পারে। সব দিক থেকে এই গোচর আপনার জন্য লাভজনক হবে। সমাজে শ্রদ্ধা ও সম্মান বাড়বে।

কন্যা রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব

কন্যা রাশি

কন্যা রাশির তৃতীয় ঘরে গোচর করবে মঙ্গল। এর ফলে সব কাজেই সাফল্য লাভ করবেন কন্যা রাশির জাতকরা। এই সময় আত্মবিশ্বাসের তুঙ্গে থাকবেন। আত্মবিশ্বাসের জোরে সব কাজেই সাফল্য লাভ করবেন। নিজের শত্রুদের পরাজিত করতে পারবেন। সমাজে আপনার প্রভাব ও প্রতিপত্তি বাড়বে।

বৃশ্চিক রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির প্রথম ঘরে গোচর করবে মঙ্গল। এই সময় বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজেই আপনি সাফল্য পাবেন। ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিন। কোনও বিষয়ে তাড়াহুড়ো করবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। মঙ্গলের পাশাপাশি বৃহস্পতির শুভ প্রভাবও পাবেন।

মকর রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব

মকর রাশি

মঙ্গলের গোচরের প্রভাবে মকর রাশির জাতকদের জীবনে উল্লেখযোগ্য লাভ হবে। এই সময় আপনার উপার্জন বাড়বে অনেকটাই। সৎ ভাবে সব কাজ করুন। ব্যবসায়ীরা বড় আর্থিক লাভ করতে পারবেন। কেরিয়ারেও উন্নতি করার সুযোগ পাবেন। ভাই-বোন ও বন্ধুদের থেকে জরুরি সাহায্য পেতে পারেন।

মীন রাশিতে মঙ্গলের গোচরের প্রভাব

মীন রাশি

মীন রাশির জাতকদের সৌভাগ্য বৃদ্ধি করবে মঙ্গল। মঙ্গলের পাশাপাশি বৃহস্পতির অবস্থানও এই সময় আপনার জন্য লাভজনক হবে। বুদ্ধি খাটিয়ে সব কাজে সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে উন্নতি করার সুযোগ পাবেন। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। তবে কোনও রকম গোলমালে না জড়ানোই ভালো।

You might also like!