Horoscope

1 week ago

Kaushik Amavasya:কৌশিকী অমাবস্যা: তারাপীঠে অনলাইন পুজোর প্রতারণা চক্র, সতর্কতার আহ্বান মন্দির কমিটির

Kaushik Amavasya:
Kaushik Amavasya:

 

তারাপীঠ, ১ সেপ্টেম্বর : কৌশিকী অমাবস্যার তিথি আসতেই তারাপীঠে ফের সক্রিয় হয়ে উঠেছে অনলাইনে পুজো দেওয়ার নামে প্রতারণা চক্র। ধর্মবিশ্বাসী মানুষজন পুজো দেওয়ার জন্য হাজার হাজার টাকা অনলাইনে পাঠিয়ে প্রতারিত হচ্ছেন বলে অভিযোগ। এই প্রসঙ্গে কয়েকদিন আগেই তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে সিউড়ি সাইবার ক্রাইম শাখায় একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগের পর কিছুদিন প্রতারণার ঘটনা কম থাকলেও কৌশিকী অমাবস্যার আগে আবারও সক্রিয় হয়ে উঠেছে এই অসাধু চক্রটি, এমনই অভিযোগ।

তারাপীঠ মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরের পক্ষ থেকে কোনও অনলাইন পুজো দেওয়ার ব্যবস্থা নেই। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, "আমাদের মন্দিরের কোনও অনুমোদিত অনলাইন ওয়েবসাইট নেই। তাই অনলাইন পুজোর নামে প্রতারণার ফাঁদে না পড়ে সতর্ক থাকতে হবে।" তিনি আরও জানান, "যাঁরা পুজো দিতে চান, তাঁরা নিজেদের পরিচিত পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে পুজোর ব্যবস্থা করতে পারেন। কোনও অজানা অনলাইন লিঙ্কে বিশ্বাস করবেন না।

প্রসঙ্গত, করোনা মহামারির সময় থেকেই এই প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে। করোনাকালে মানুষ অনলাইন নির্ভর হয়ে পড়ায়, সেই সুযোগকে কাজে লাগিয়ে প্রতারকরা দেব-দেবীর পুজোর নামেও অনলাইনে প্রতারণা শুরু করে। তাদের ফাঁদে পড়ে বহু ধর্মপ্রাণ মানুষ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন।

উল্লেখ্য, কৌশিকী অমাবস্যা তারাপীঠ মন্দিরের অন্যতম বড় উৎসব, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয়। এবছরও সেই একই দৃশ্য দেখা যাবে বলে আশা করা হচ্ছে। তারাপীঠ চত্বরকে ইতিমধ্যেই কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। তবে মন্দির কর্তৃপক্ষ ও প্রশাসন ধর্মপ্রাণ মানুষদের সতর্ক থাকার আবেদন জানিয়েছে, যাতে তাঁরা প্রতারণার শিকার না হন।

You might also like!