Horoscope

2 weeks ago

Astrological Benefits: শুভ মুহূর্তের প্রতীক নারকেল, জানেন কেন?

Coconut symbol of good times, you know why?
Coconut symbol of good times, you know why?

 

  দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ হিন্দু ধর্মে 'নারকেল' পবিত্র ফল। প্রায় সমস্ত পুজো ও ধৰ্মীয় অনুষ্ঠানে নারকেল অপরিহার্য। যেকোনো শুভ  উদ্বোধনী আণূষ্ঠাণে নারকেলের  ব্যাবহার আবশ্যক। এর পিছনে আছে বেশ কিছু জ্যোতিষ শাস্ত্রীয় পরামর্শ। যেকোনও শুভ কাজেই নারকেল লাগে। তা পুজো হোক কিংবা বিয়ে। সম্পদের দেবী মা লক্ষ্মীর সঙ্গে নারকেলের বিশেষ সম্পর্ক রয়েছে। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে এই নারকেল দিয়ে নিম্নলিখিত প্রতিকারগুলি করতে পারবেন। বিশিষ্ট জ্যোতিষীরা বলেন -

  ১) আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন - একটি নারকেল,  পদ্মফুল, দই, সাদা কাপড় ও সাদা মিষ্টি আপনি যদি দেবী লক্ষ্মীকে অর্পণ করেন, তাহলে আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। এটি করলে আপনার ব্যবসাতেও সাফল্য আসবে।

২) জীবনে সাফল্য পেতে কী করবেন - যদি জীবনে সাফল্য আনতে চান, তাহলে দেবী লক্ষ্মীকে একটি লাল কাপড়ে নারকেল বেঁধে দিন। এতে আপনার জীবনের উপর থাকা সমস্ত সমস্যা দূর হবে এবং অর্থ সংকট থেকেও বের হতে পারবেন। 

  ৩) ধরুন  আপনি ঋণে জর্জরিত বা আপনি  কারোর থেকে প্রচুর ঋণ নিয়েছেন  তা থেকে সহজে বের হতে আপনি বাড়িতে নারকেল গাছ লাগাতে পারেন। বিশ্বাস করা হয়, বাড়িতে  নারকেল গাছ থাকলে আপনি খুব সহজেই ঋণ মুক্ত হতে পারবেন।

You might also like!