Health

1 month ago

Health Tips: পাইলস কমাতে অব্যর্থ ওষুধ -হলুদ, জেনে নিন ব্যবহারের নিয়ম!

Turmeric
Turmeric

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কাঁচা হলুদ সবচেয়ে বেশি ফলপ্রসূ। আয়ুর্বেদ শাস্ত্র মতে পাইলসের মহৌষধ হলো কাঁচা হলুদ। তবে এক্ষেত্রে ব্যবহারের কিছু নিয়ম আছে, তাই তুলে ধরবো এই প্রতিবেদনে।

পাইলসের রুগিরা একটা কাজ অভ্যাস করে ফেলুন তা হলো প্রতিদিন সকালে ১ইঞ্চি মতো কাঁচা হলুদ ৫/৬টা নিমপাতার সঙ্গে চিবিয়ে খেয়ে তারপরে ব্রাশ করে নিন। বাইরে থেকে কাঁচা হলুদ ব্যবহারের রীতি জানিয়েছেন আয়ুর্বেদ বিশেষজ্ঞরা। তাঁদের মতে - হলুদ ও নারকেল তেল অথবা হলুদ ও পেয়াঁজের রস,কিংবা হলুদ ও এলোভেরা জেল মিশিয়ে সেই মিশ্রণ প্রতিদিন ২/৩ বার ক্ষত স্থানে লাগান। অল্পদিনের মধ্যেই ফল পাবেন।

You might also like!